ভাজ্য = কোন সূত্রটি প্রযোজ্য?
A ভাজ্য = ভাগফল × ভাজক + ভাগশেষ
B ভাজ্য = ভাগফল - ভাজক + ভাগশেষ
C ভাজ্য = ভাগফল ÷ ভাজক + ভাগশেষ
D ভাজ্য = ভাগফল ÷ ভাজক × ভাগশেষ
Solution
Correct Answer: Option A
ভাগের ক্ষেত্রে যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য, যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক, ভাগ করার পর যা পাওয়া যায় তাকে ভাগফল এবং শেষে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এক্ষেত্রে, ভাজ্য = ভাগফল x ভাজক + ভাগশেষ।