Solution
Correct Answer: Option A
- যে ক্রিয়াতে বক্তব্য বা বাক্য শেষ হয়ে যায়, আর কিছু বলার বাকি থাকে না, বাক্যের অর্থগত পূর্ণতা সৃষ্টি হয় তাকে ‘সমাপিকা ক্রিয়া' বলে।
যেমনঃ
- ছাত্রেরা বই পড়ছে,
- করিম ভাত খেয়েছে।
- সূর্য পূর্বদিকে ওঠে।
সুতরাং বলা যায়, বাক্যে সমাপিকা ক্রিয়াপদ মূলত শেষে বসে।