রবীন্দ্রনাথের 'মেঘদূত' কাব্যগ্রন্থে প্রকাশিত?

A কালান্তর

B কড়িও কোমল

C ক্ষণিক

D মানসী

Solution

Correct Answer: Option D

- রবীন্দ্রনাথ এর 'মেঘদূত' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থে প্রকাশিত ।
- তার রচিত 'মানসী কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত হয় এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ ।
- তাই কবি বুদ্ধদেব বসু 'মানসী' কাব্যকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলেছেন ।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬ টি কবিতা রয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions