Solution
Correct Answer: Option C
Heart বা হৃদযন্ত্রের রোগ ও চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞানকে যেমন Cardiology বলে, ঠিক তেমনি Fossil বা জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞানকে Paleontology বলে।
Civics (পৌরবিজ্ঞান) : Polity (বিধিবদ্ধ সমাজ);
History (ইতিহাস) : Histology (টিস্যুবিদ্যা);
Brain (মস্তিষ্ক) : Psychology (মনোবিদ্যা)।