বিদ্যাপতি মৈথিলি ভাষায় তার পদগুলো রচনা করেন ।বিদ্যাপতি জন্মগ্রহণ করেন মিথিলার সীতামারী মহকুমার বিসকি গ্রামে ।বৈষ্ণব কবি বিদ্যাপতির শ্রেষ্ঠ রচনা 'রাধা কৃষ্ণ ' বিষয়ক পদ ব্রজবুলি ভাষায় রচিত ।ব্রজবুলি বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে সৃষ্টি ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions