ঢাকা গেইট এর নির্মাতা কে?

A শায়েস্তা খাঁ

B নবাব আবদুল গণি

C লর্ড কার্জন

D মীর জুমলা

Solution

Correct Answer: Option D

- মীর জুমলাকে ১৬৬০ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার করে পাঠান সম্রাট আওরঙ্গজেব। মীর জুমলা আসাম অভিযানকালে বেশ কয়েকটি ভারী কামান ব্যবহার করেন ১৯৬১ সালে।
- মীর জুমলা কামানের শুরুতে নাম ছিল 'বিবি মরিয়ম' ঐ সময়ে অন্য কামানটির নাম 'কালে খাঁ জমজম'।
- তিনি ঢাকা গেইট নির্মাণ করেন।
- ১৬৬০ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions