Solution
Correct Answer: Option C
'আবুল হাসান' মূলত কবি ও সাংবাদিক। তার প্রকৃত নাম 'আবুল হোসেন মিয়া'। তার সাহিত্যিক নাম 'আমুল হাসান' তিনি 'সৃষ্টিশীল কবি' হিসেবে খ্যাত।
আবুল হাসানের কাব্যগ্রন্থ :
- আমার প্রেম আমার প্রতিনিধি,
- রাজা যায় রাজা আসে,
- যে তুমি হরণ করো,
- পৃথক পালঙ্ক।
- ‘ওরা কয়েকজন’ আবুল হাসানের কাব্যনাটক।