Solution
Correct Answer: Option C
চাঁদের অমাবস্যা (১৯৬৪) উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন। তাঁর সংক্ষিপ্ত জীবনে মাত্র ৩ টি উপন্যাস, ৩ টি নাটক এবং কিছু ছোটগল্প লিখেগিয়েছেন। মাত্র ৪৯ বছর বয়সে, ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে তাঁর মৃত্যু হয়, গভীর রাতে অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
চাঁদের অমাবস্যা উপন্যাসটি লেখা হয় ফ্রান্সের একটি গ্রামে। তখন এটার ইংরেজি অনুবাদ ও বের হয়। (Dark Moon / Night of No Moon)
উপন্যাসের প্রধান চরিত্র আরেফ আলী নামের একজন যুবক শিক্ষক। তিনি বড় বাড়ির প্রধান মুরুব্বী দাদা সাহেব আলফাজউদ্দিন চৌধুরীর আশ্রিত। গ্রামের স্কুলে তিনি পড়ান।গল্পের অন্যতম প্রধান চরিত্র দাদা সাহেবের ছোট ভাই কাদের মিঞা। কাদের মিঞা তার বড় ভাই এবং অন্যদের কাছে দরবেশ হিসেবে প্রসিদ্ধ।