'Committee for Development Policy (CDP)' কত বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর তালিকা পুনঃমূল্যায়ন করে থাকে?
A ২ বছর
B ৩ বছর
C ৫ বছর
D ৪ বছর
Solution
Correct Answer: Option B
- Committee for Development Policy (CDP) প্রতি ৩ বছর পরপর স্বল্পোন্নত দেশ (LDC) তালিকাটি পুনঃমূল্যায়ন করে থাকে।
- এই পুনঃমূল্যায়নকে বলা হয় Triennial Review।
- এতে CDP LDC তালিকায় নতুন দেশ যুক্ত করার অথবা কোনো দেশের গ্রাজুয়েশন (graduation, অর্থাৎ LDC থেকে অভ্যন্তরীণ উন্নয়ন নিশ্চিত হওয়া) সুপারিশ করার পরামর্শ দেয়।