বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতে ও মিয়ানমারের সম্পর্ক আছে?
Solution
Correct Answer: Option C
• বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা— ৩২টি।
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে— ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি ।
• ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা— ১টি (রাঙ্গামাটি)।
• বাংলাদেশের সীমান্তবর্তী যে যে জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই— বান্দরবান ও কক্সবাজার ।
• বাংলাদেশের যে দুটি বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই— বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগ ।
• বাংলাদেশের যে বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে— চট্টগ্রাম।
• বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য— ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়)।
• বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা— ৮টি (মুর্শিদাবাদ, নদীয়া, চব্বিশপরগনা, মালদহ, বীরভূম, কুচবিহার, জলপাইগুড়ি ও বারাসাত)। [সূত্র : পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট www.wbgov.com]
• পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ১৫টি।
• আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ৪টি (কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার)।
• ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ৬টি (ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও চট্টগ্রাম)।
• মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ৪টি (নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ)।
• ত্রিপুরা ও মিজোরামের সাথে সীমান্তবর্তী ১টি (রাঙ্গামাটি)। শশী।