ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে?

A ৯০° - ৯৫°

B ৯৫° - ১১০°

C ৯৮° - ১০৪°

D ৯৫° - ১০৫°

Solution

Correct Answer: Option B

শরীরের তাপমাত্রা যে থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। ক্লিনিক্যাল থার্মোমিটারে ফারেনহাইট (F) স্কেল ব্যবহার করা হয়। এতে ৯৫-১১০° ফারেনহাইট পর্যন্ত দাগ কাঁটা থাকে। মানুষের শরীরের স্বাভাবিক উষ্ণতা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সেলসিয়াস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions