কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
স্থুল জন্মহার =২৫
" মৃত্যুহার =১০
______________________
বৃদ্ধি =১৫
আমরা জানি,
জনসংখ্যার ক্ষেত্রে স্থূল জন্মহার মৃত্যুহার হিসাব করা হয় ১০০০ জনে
অতএব ,শতকরা বৃদ্ধি =(১৫/১০০০)⨯ ১০০%
=১.৫%