একটি বৃত্তের পরিধি ১৫৪ সে.মি. হলে এর বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option B
মনে করি,
ব্যাসার্ধ =r
পরিধি =২πr
প্রশ্নমতে,
২πr=১৫৪
বা,২r=১৫৪/π
বা,২r=১৫৪/(২২/৭)
বা,২r=(১৫৪⨯৭)/২২
বা, ব্যাস =৪৯
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা
অতএব, বৃহত্তম জ্যা =৪৯ সে.মি.