একটি গাড়ী ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ড উহা কতদূর যাবে?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট
গাড়ীটির গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার।
অর্থাৎ,
৬০ মিনিটে গাড়ীটি যায় = ৬০ কিলোমিটার
$\therefore$ ১ মিনিটে গাড়ীটি যায় = &frac{৬০}{৬০} কিলোমিটার = ১ কিলোমিটার
প্রশ্নমতে, সময় = ৩ মিনিট ৩০ সেকেন্ড
আমরা জানি, ৬০ সেকেন্ড = ১ মিনিট
$\therefore$ ৩০ সেকেন্ড = &frac{৩০}{৬০} মিনিট = ০.৫ মিনিট
সুতরাং, মোট সময় = ৩ + ০.৫ = ৩.৫ মিনিট
এখন,
১ মিনিটে গাড়ীটি অতিক্রম করে = ১ কিলোমিটার
$\therefore$ ৩.৫ মিনিটে গাড়ীটি অতিক্রম করে = (১ × ৩.৫) কিলোমিটার
= ৩.৫ কিলোমিটার
সুতরাং, গাড়ীটি ৩ মিনিট ৩০ সেকেন্ডে ৩.৫ কিলোমিটার পথ অতিক্রম করবে।
সঠিক উত্তর: ৩.৫ কিলোমিটার
শর্টকাট টেকনিক (পরীক্ষার হলে দ্রুত সমাধানের জন্য):
মনে রাখবেন, যদি কোনো গাড়ির গতি ৬০ কি.মি./ঘণ্টা হয়, তবে সেটি মিনিটে ১ কি.মি. পথ অতিক্রম করে।
(কারণ ৬০ মিনিটে যায় ৬০ কি.মি., তাই ১ মিনিটে যায় ১ কি.মি.)।
প্রশ্নে সময় দেওয়া আছে: ৩ মিনিট ৩০ সেকেন্ড বা সাড়ে ৩ মিনিট।
যেহেতু ১ মিনিটে যায় ১ কি.মি.
তাই ৩.৫ মিনিটে যাবে = ৩.৫ কি.মি.।