'ডালে ডালে কুসুম ভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে?
Solution
Correct Answer: Option B
- 'ডালে ডালে কুসুম ভার' বাক্যে 'ভার' শব্দটি এখানে 'সমূহ' অর্থে ব্যবহৃত হয়েছে।
- এই বাক্যটির পূর্ণ অর্থ হলো, 'ডালে ডালে ফুলে ফুলে ভরে গেছে' বা 'ডালের উপর ফুলের ভারে নুয়ে পড়েছে'।
- এখানে 'ভার' বলতে বোঝানো হয়েছে ডালে ফুলের পরিমাণ বা সংখ্যা, যা অত্যধিক বা বেশি হওয়ার কারণে 'ভার' ধারণ করেছে।