Solution
Correct Answer: Option D
- ‘অ’ → সাধারণত একটি ধ্বনি /ɔ/।
- ‘আ’ → একটি ধ্বনি /aː/।
- ‘ই’ → একটি ধ্বনি /i/।
- ‘ও’ → দুটি ধ্বনি প্রকাশ করতে পারে:
/o/ যেমন ‘ওরা’
/ɔ/ বা /ou/ যেমন ‘কোথায়’ (যেখানে ও-ধ্বনি /ou/ ধ্বনি প্রকাশ করে)।
অতএব, ‘ও’ বর্ণটির একাধিক ধ্বনি আছে, তাই সঠিক উত্তর হলো D) ও।