দশম শতকের কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে?

A খরোষ্ঠী লিপি

B কুটিল লিপি

C নাগরী লিপি

D গুপ্ত লিপি

Solution

Correct Answer: Option B

- কুটিল লিপি (Kutila Script) ছিল প্রায় ৯ম–১০ম শতকে প্রচলিত লিপি।
- যা মূলত ব্রাহ্মী লিপির পরিণত রূপ। এটি সাধারণত খড়চিহ্নের মতো বাঁকা-বাঁকা রেখা দিয়ে লেখা হতো।
- কুটিল লিপি থেকে আঞ্চলিক লিপি যেমন বাঙালি, অসমীয়া, ও ওড়িয়া লিপি ধীরে ধীরে বিকশিত হয়।

এখানেঃ
- খরোষ্ঠী লিপি → প্রাচীন পাকিস্তান/পশ্চিমবঙ্গ অঞ্চলে ব্যবহৃত
- গুপ্ত লিপি → গুপ্ত সাম্রাজ্যের সময়ে, কিন্তু সরাসরি বাংলা লিপির পূর্বস্বরূপ নয়
- নাগরী লিপি → প্রধানত উত্তর ভারতে
- কুটিল লিপি → সরাসরি বাংলা লিপির পূর্বস্বরূপ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions