৪ এপ্রিলের পর নতুন করে শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের ওপর আমেরিকার শুল্ক এখন কত শতাংশ?
A ২০ শতাংশ
B ৫৪ শতাংশ
C ৫০ শতাংশ
D ১০৪ শতাংশ
Solution
Correct Answer: Option D
- আগেই শুল্ক: চীনা পণ্যের ওপর ২০% শুল্ক ছিল।
- নতুন ঘোষণা (৪ এপ্রিল): ১০% নতুন শুল্ক আরোপ।
- পরবর্তীতে (৯ এপ্রিল): অতিরিক্ত ৫০% শুল্ক।
- মোট শুল্ক: ২০% + ১০% + ৫০% = ১০৪%।