আল-মুকাদ্দিমা গ্রন্থটির রচয়িতা কে?
A আল কিন্দি
B ইবনে খালদুন
C আল গাজ্জালি
D আল ফারাবী
Solution
Correct Answer: Option B
- “আল-মুকাদ্দিমা” (The Muqaddimah) হচ্ছে মহান মুসলিম ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন (Ibn Khaldun)-এর রচিত একটি বিখ্যাত গ্রন্থ।
- তিনি ১৪শ শতকে (১৩৩২–১৪০৬ খ্রি.) এই গ্রন্থটি রচনা করেন।
- তাঁকে “সমাজবিজ্ঞানের জনক (Father of Sociology)” বলা হয়।