প্রবাহিত তরলের ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে?
Solution
Correct Answer: Option A
- নিউটনের গতিসূত্র অনুসারে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল হলো তার ভর ও ত্বরণের গুণফলের সমান (F=ma)।
- প্রবাহিত তরলের ক্ষেত্রে এই ধারণাটি প্রয়োগ করলে জড়তা বলের বিষয়টি স্পষ্ট হয়।
- প্রবাহিত তরলের কণাগুলোর ভর আছে, তাই তাদের জড়তাও আছে।
- যখন একটি তরল প্রবাহিত হয়, তখন তার কণাগুলো গতিশীল থাকে।
- এই গতির পরিবর্তন ঘটাতে, অর্থাৎ তরলের বেগের পরিবর্তন করতে বা তাকে ত্বরান্বিত করতে একটি বল প্রয়োগ করতে হয়।