Solution
Correct Answer: Option B
- যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়।
- যেমন পাহাড়ের চূড়ায় বা কোনো আবদ্ধ পাত্র থেকে বায়ু সরিয়ে নিলে, তখন পানির পৃষ্ঠের উপর বায়ুর চাপও কমে যায়।
- ফলে, পানির বাষ্পীয় চাপকে কম বাধার সম্মুখীন হতে হয়।
- একারণে কম তাপশক্তিতেই পানির বাষ্পীয় চাপ পারিপার্শ্বিক চাপের সমান হয়ে যায় ।
- এবং পানি স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রায় ফুটতে শুরু করে।
উদাহরণ
- পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম থাকায় পানি ১০০° সেলসিয়াসের চেয়ে কম তাপমাত্রায়, যেমন ৭০-৮০° সেলসিয়াসে ফুটতে শুরু করে।একারণে উঁচুস্থানে রান্না করতে বেশি সময় লাগে, কারণ পানি যথেষ্ট গরম হওয়ার আগেই ফুটে বাষ্প হয়ে যায়।