নিম্নের কোন Pump টি বন্যা নিয়ন্ত্রণ ও সেচ কাজে ব্যবহার করা হয়?
Solution
Correct Answer: Option B
Axial Pumpঃ
- Axial pump হলো এমন একটি পাম্প যেখানে পানি বা তরল মূলত পাম্পের অক্ষ বরাবর (axial direction) প্রবাহিত হয়।
- এটিতে ইমপেলার (impeller) থাকে যা পানি axial direction-এ সরাসরি টেনে নেয়।
- বন্যা নিয়ন্ত্রণ ও সেচে সাধারণত বৃহৎ পরিমাণ পানি দ্রুত সরাতে হয়, কিন্তু পানির উচ্চতা বা head কম থাকে।
- Axial pump low head, high flow rate-এর জন্য উপযুক্ত।
উদাহরণ: নদী বা খালের পানি স্থানান্তর করা, ধানক্ষেত বা মাঠে সেচ দেয়া।