Impulse টারবাইন নিম্নের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
A Low Head
B High Head
C Medium Head
D High flow rate
Solution
Correct Answer: Option B
- Impulse টারবাইন এমনভাবে ডিজাইন করা হয় যাতে উচ্চ পানি পতনের শক্তি (High Head) ব্যবহার করে শক্তি উৎপন্ন করা যায়।
- এতে পানি একটি nozzle দিয়ে উচ্চ গতিতে বের হয় এবং টারবাইনের ব্লেডে আঘাত করে রোটরকে ঘোরায়।