Enging Cylinder এ উৎপন্ন প্রকৃত ক্ষমতাকে কি বলে?

A Indicated ক্ষমতা

B Brake ক্ষমতা

C ঘর্ষন ক্ষমতা

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- Enging Cylinder-এ জ্বালানি দহন হলে যা শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা Indicated Power (IP) বা Indicated ক্ষমতা বলি।
- এটি মূলত সিলিন্ডারের ভিতরে উৎপন্ন তাত্ক্ষণিক শক্তি, যা পিস্টনের ওপর চাপের মাধ্যমে কাজ করে।

Indicated Power (IP):
- এটি সেই ক্ষমতা যা সিলিন্ডারের ভিতরে তেল বা গ্যাসের চাপ থেকে সরাসরি উৎপন্ন হয়।
- মাপা হয় Indicator Diagram ব্যবহার করে, যা সিলিন্ডারের ভেতরের চাপ এবং পিস্টনের চলনের সম্পর্ক দেখায়।
- এই ক্ষমতা মোটর বা ইঞ্জিনের রোটেশনাল আউটপুটের চেয়ে একটু বেশি থাকে, কারণ কিছু শক্তি ঘর্ষণ ও অন্যান্য ক্ষয়জনিত কারণে হারায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions