একটি Spring এর উপর চাপ দিলে spring এর মধ্যে কোন ধরণের stress তৈরী হয়?
Solution
Correct Answer: Option B
- Spring এর কাজ হলো বল প্রয়োগে শক্তি সঞ্চয় করা।
- যখন কোনো spring-কে চাপ দিয়ে সংকুচিত করা হয়, তখন তার কয়েলগুলোর মধ্যে পারস্পরিকভাবে সংকোচনজনিত বল (compressive force) সৃষ্টি হয়।
- এই বল spring-এর পদার্থে compressive stress তৈরি করে।
- চাপ দিলে spring ছোট হয় → কয়েলগুলো একে অপরের দিকে ধাক্কা খায় → ফলে compressive stress তৈরি হয়।