Solution
Correct Answer: Option D
কোনো সিস্টেমের এনথালপি হলো তার অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেমের চাপ ও আয়তনের গুণফলের সমষ্টি। গাণিতিকভাবে এটিকে প্রকাশ করা হয়:
H = U + PV
এখানে,
- H হলো এনথালপি (Enthalpy)।
- U হলো অভ্যন্তরীণ শক্তি (Internal Energy)।
- P হলো চাপ (Pressure)।
- V হলো আয়তন (Volume)।
এই সমীকরণ থেকে বোঝা যায় যে, এনথালপি দুটি শক্তির সমষ্টির সমান