'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

A হুমায়ুন কবির

B আবুল ফজল

C ইমদাদুল হক

D আবু ইসহাক

Solution

Correct Answer: Option A

হুমায়ুন কবির রচিত তিনভাগে বিভক্ত উপন্যাস 'নদী ও নারী ' । পদ্মপাড়ের মানুষের জীবিকার পাশাপাশি প্রকৃতির সাথে তাদের যে সংগ্রাম ,মানুষে মানুষে হিংসা -দ্বেষ , প্রেম এবং মানবিকতা উপন্যাসের মূল বিষয়বস্তু ।
- তার সম্পাদিত বিখ্যাত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “চতুরঙ্গ” ১৯৩৯ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থঃ
- স্বপ্নসাধ (কবিতা),
- সাথী (কবিতা),
- ইমানুয়েল কান্ট (১৯৩৬),
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২),
- বাংলার কাব্য (১৯৪৫)(সমালোচনা গ্রন্থ),
- মার্ক্সবাদ (১৯৫১),
- মীর্জা আবু তালিব খান (১৯৬১),
- Poetry, Monads and Society (1941),
- Muslim Politics in Bengal (1943),
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৪৫),
- " শিক্ষক ও শিক্ষার্থী " ( প্রবন্ধ)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions