Solution
Correct Answer: Option C
- বাংলা 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে ।
- শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Demorkratia থেকে ।
- Demokratia শব্দটির উৎপত্তি Demos ও Kritos থেকে ।
- গ্রিক শব্দ Demos অর্থ হল জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব ।
- সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হল জনগণের শাসন ।
- অর্থাৎ সরকার বা শাসনব্যবস্থা যখন সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে পরিচালিত হয় ,তখন তাকে গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলা হয় ।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে ।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন ।
- এ জন্য তাঁকে আখ্যায়িত করা হয় গণতন্ত্রের জনক ।আর যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় ১৫ জুন ১২১৫ ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে ।
- এর প্রথম নাম ছিল 'চার্টার অব রানিমেড '।
- পরে এটি ম্যাগনা কার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে ।
- ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে চালু হওয়া যুক্তরাজ্যের গণতন্ত্র আজ অনেক দেশেই অনুসৃত ।