Solution
Correct Answer: Option D
বাংলাদেশে ফসলের নিবিড়তা বলতে বোঝায় একটি নির্দিষ্ট জমিতে বছরে বিভিন্ন ফসলের উৎপাদনের অনুপাত বা ঘনত্ব। এটি মূলত একটি একক জমিতে বছরে কতবার ফসল আবাদ করা হয় তার পরিমাপ। অর্থাৎ, একবার ফসল কাটা ও পরে জমি প্রস্তুত করে পরবর্তীতে নতুন ফসল রোপণের সংখ্যা।
- বাংলাদেশের কৃষিতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্যো আবহাওয়া, মাটি ও সেচ সুবিধার সুবিধা নিয়ে একবারের পরিবর্তে অনেকবার ফসল ক্ষেত্র প্রস্তুত করা হয়।
- বাংলাদেশে ফসলের নিবিড়তা প্রায় ২২০ শতাংশ, যা অর্থ হলো একই জমিতে বছরে গড়ে ২.২ বার ফসল উৎপাদন করা হয়।
- এই উচ্চ নিবিড়তার ফলে দেশের খাদ্য উৎপাদন বেড়ে যায় এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত হয়।
- বাংলাদেশের পরিবেশ, কৃষি প্রযুক্তি ও কৃষক প্রচেষ্টার কারণেই এই উঁচু ফসলের ঘনত্ব সম্ভব হয়েছে।