মৃত্তিকার গঠন প্রক্রিয়া অনুসারে মাটির স্তর কয়টি?
Solution
Correct Answer: Option A
মাটির গঠন উপাদান:
মাটি মূলত চারটি প্রধান উপাদানে গঠিত। সেগুলো হলো—
১. অজৈব পদার্থ / খনিজ পদার্থ (যেমন: বালি, কাঁদা, কাঁকর)
২. জৈব পদার্থ (যেমন: মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ, হিউমাস)
৩. পানি
৪. বায়ু