A আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে
B বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
C সূর্য পূর্বদিকে উদয় হয়
D সূর্য পূর্বদিকে উদিত হয়
Solution
Correct Answer: Option D
শুদ্ধ বাক্যটি হলো: সূর্য পূর্বদিকে উদিত হয়।
অন্যদিকে,
অশুদ্ধ: আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ: আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
শুদ্ধ: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে।