কোন বাক্যটি শুদ্ধ?

A আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে

B বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে

C সূর্য পূর্বদিকে উদয় হয়

D সূর্য পূর্বদিকে উদিত হয়

Solution

Correct Answer: Option D

শুদ্ধ বাক্যটি হলো: সূর্য পূর্বদিকে উদিত হয়।

অন্যদিকে,
অশুদ্ধ: আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ: আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
শুদ্ধ: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions