কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ-

A পদ্মগোখরা

B পদ্মপুরাণ

C পদ্মাবতী

D পদ্মরাগ

Solution

Correct Answer: Option A

- ‘পদ্মগোখরা’ হলো কাজী নজরুল ইসলাম রচিত একটি উল্লেখযোগ্য গল্প, যা তাঁর ‘শিউলিমালা’ গল্পসংকলনের অন্তর্গত।
- এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিক মাসে (১৯৩১ খ্রিস্টাব্দ)।

• ‘শিউলিমালা’ গল্পগ্রন্থে গল্প রয়েছে:
- পদ্মগোখরা
- অগ্নিগিরি
- শিউলিমালা
- জিনের বাদশা

অন্যদিকে,
- কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।মনসামঙ্গল কাব্য পদ্মপুরাণ নামেও পরিচিত।
- পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions