- 'মতিচূর' বেগম রোকেয়া রচিত প্রবন্ধ। - যার প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯০৪ সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৯২২ সালে। - তাঁর রচিত অন্যান্য প্ররন্থ- সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী, পদ্মরাগ ইত্যাদি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions