Solution
Correct Answer: Option C
গুরুত্তপুর্ণ কিছু দেশের আইন সভা বা পার্লামেন্টের নামঃ
➜ বাংলাদেশের আইন সভার নাম হল- জাতীয় সংসদ ।
➜ ভারতের আইন সভার নাম হল- লোকসভা বা রাজ্যসভা ।
➜ পাকিস্তানের আইন সভার নাম হল- জাতীয় পরিষদ বা সিনেট ।
➜ আফগানিস্তানের আইন সভার নাম হল- লয়াজিরগা ।
➜ ভুটানের আইন সভার নাম হল- সোংডু ।
➜ ডেমার্কের আইন সভার নাম হল- ফোকেট ।
➜ মালয়েশিয়ার আইন সভার নাম হল- মজলিস ।
➜ মঙ্গোলিয়ার আইন সভার নাম হল- থুরাল ।
➜ তাই্ওয়ানের আইন সভার নাম হল- উয়ান ।
➜ রাশিয়ার আইন সভার নাম হল সুপ্রিম- সোভিয়েত অ্যাসেম্বলি ।
➜ স্পেনের আইন সভার নাম হল- ক্রেটস ।
➜ তুরস্কের আইন সভার নাম হল- গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ।
➜ ফ্রান্সের আইন সভার নাম হল- পার্লামেন্ট ।