Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা।
- এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত ।
- এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।
- ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।