‘তিনি চোখে দেখেন না’ বাক্যে ‘চোখে’ কোন কারক?

A    করণ কারক

B    অপাদান কারক

C    সম্প্রদান কারক

D    অধিকরণ কারক

Solution

Correct Answer: Option A

 

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করা, কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন- নীরা কলম দিয়ে লেখে, তিনি চোখে দেখেন না প্রভৃতি।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions