পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি?  

A ইন্দোনেশিয়া

B অস্ট্রেলিয়া

C গ্রীনল্যান্ড

D টিটিকাকা

Solution

Correct Answer: Option C

-গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ৷ এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে।
-প্রায় তিনশ বছর ধরে ডেনমার্ক সমুদ্র বেষ্টিত এই দেশটিকে নিয়ন্ত্রণ করে আসছে৷
-গ্রিনল্যান্ডে রয়েছে তেল, গ্যাস, স্বর্ণ এবং হীরার খনি৷
-তবে এগুলো উত্তোলন করা খুবই ব্যয়সাধ্য৷
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions