Solution
Correct Answer: Option C
- বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে আন্তদেশীয় সড়ক যোগাযোগ কাঠামো। এটি দেশের ইংরেজি অদ্যাক্ষর দিয়ে নামকরণ করা হয়ে।
- এর অন্য নাম মটরযান চুক্তি।
- পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের জন্য বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল ১৫ জুন, ২০১৫ সালে ভুটানের রাজধানী থিতে এই চুক্তি স্বাক্ষর করে।
- বিবিআইএন রুট। BBIN এর রুট ৪টি। যথা
১. কলকাতা পেট্রোপাল/বেনাপোল- ঢাকা- আখাউড়া/আগারতলা (ভারত-বাংলাদেশ)
২. আগরতলা-আখাউড়া-চট্টগ্রাম (ভারত-বাংলাদেশ)
৩. সমগ্রুপ জোভক্ষার গোয়াহাটি- শিপিং-তামাবিল-সিলেট-চট্টগ্রাম (ভুটান-ভারত-বাংলাদেশ)
8. কাঠমাণ্ডু কাকরভিটা/ফুলবাড়ি- বাংলাবান্ধা-মংলা/চট্টগ্রাম (নেপাল-ভারত-বাংলাদেশ)