তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

A    পরপদ

B    পূর্ব পদ

C    অন্যপদ

D    উভয়পদ       

Solution

Correct Answer: Option A

 

যে সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, এবং ব্যাসবাক্যের পূর্বপদের সাথে যুক্ত দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি বা বিভক্তি নির্দেশক অনুসর্গ লুপ্ত হয় তাকে তত্পুরুষ সমাস বলে।

যেমন:  নরের পতি= নরপতি; সর্ব হতে শ্রেষ্ঠ= সর্বশ্রেষ্ঠ ।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions