ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
Solution
Correct Answer: Option A
আমরা জানি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র (Centroid) বলে।
উপপাদ্য অনুযায়ী, ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে ২:১ অনুপাতে অন্তর্বিভক্ত করে।
সঠিক উত্তর: (A) ২:১