ক একটি জিনিস খ-এর কাছ থেকে ২৫% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ-এর কাছে ক-এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হল?

A    ১৬%

B    ২০%

C    ২২%

D    ২৫%

Solution

Correct Answer: Option B

 

ক ১০০ টাকায় কিনলে খ এর কাছে বিক্রি করে ১২৫ টাকায় 

খ এর ক্ষতি হয় ২৫ টাকা 

১২৫ টাকায় ক্ষতি হয় ২৫ টাকা

১ টাকায় ক্ষতি হয় ২৫/১২৫ টাকা

১০০ টাকায় ক্ষতি হয় ১০০*২৫/১২৫ টাকা = ২০%

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions