কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
A মুহাম্মদ বিন কাশেম
B সম্রাট আকবর
C সম্রাট শাহজাহান
D কোনটিই সঠিক নয়
Solution
Correct Answer: Option D
ইবনে বতুতা ছিলেন মরক্কোর নাগরিক ও বিখ্যাত
পরিব্রাজক। তিনি ১৩৩৩ সালে মুহাম্মদ বিন তুঘলকের
রাজত্বকালে ভারতবর্ষে ও ফখরুদ্দিন মোবারক শাহের
আমলে ১৩৪৫ সালে বাংলায় (সোনারগাঁও) আসেন।
বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত গ্রন্থ
কিতাবুল রেহেলা-তে বাংলাকে দোযখ-ই-পুর নিয়ামত
বলেছেন।