‘সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?

A বাহুল্য দোষ

B উপমার ভুল প্রয়োগ

C গুরুচণ্ডালি দোষ

D কোনোটাই নয়

Solution

Correct Answer: Option A

প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে। যেমন: সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন। প্রদত্ত বাক্যে ‘প্রার্থীগণ’ বহুবচনবাচক শব্দ এবং এর সাথে ‘সকল’ শব্দটি অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে- প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন। সকল প্রার্থী সভায় উপস্থিত ছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions