বিশ্বব্যাংক কবে গঠিত হয়?
A ২৭ ডিসেম্বর, ১৯৪৫
B ২৫ জুন, ১৯৪৬
C ২৫ জুন, ১৯৪৭
D ২৫ জুন, ১৯৪৮
Solution
Correct Answer: Option A
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই ব্রেটন উডস সম্মেলনে বিশ্বব্যাংক (আসল নাম: International Bank for Reconstruction and Development - IBRD) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- এরপর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর, এর প্রতিষ্ঠাতা দেশগুলো Articles of Agreement স্বাক্ষর করে এবং আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ২৫ জুন থেকে বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে।