Who is the President of the National Assembly of Bangladesh?

A A Senior SP

B Prime Minister

C Speaker

D Chief Whip

E None

Solution

Correct Answer: Option C

- স্পিকার সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
- জাতীয় সংসদের বৈঠকে স্পিকার সভাপতিত্ব করেন।
- কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ- সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।
- স্পিকারের প্রধান দায়িত্ব সংসদে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং এর মর্যাদা সংরক্ষণ করা।
- স্পিকারকে নিরপেক্ষ হতে হয় এবং সংসদে সংখ্যালঘিষ্ঠ দলের সদস্যদের অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে হয়।
- সংসদের অধিবেশন চলাকালে স্পীকারের সিদ্ধান্ত ও রুলিং অবশ্য পালনীয়।
- সংসদে শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে স্পিকার যেকোন সদস্যকে বহিষ্কার করতে পারেন।
- স্পিকার সংসদের কার্যপ্রণালি নিয়ন্ত্রণ করেন।
- সংসদ-সদস্যদের স্পীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions