How many ground stations have been built for controlling the operations of Bangabandhu Satellite-1?
Solution
Correct Answer: Option B
- স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ২টি।
- গাজীপুরের তালিবাবাদ ও রাঙামাটি বেতবুনিয়া।
- স্যাটেলাইটের ট্রান্সপন্ডার হলো ৪০ টি।
- এর মধ্যে ১৪ টি 'সি' ব্যান্ডের (c-band) এবং ২৬ টি 'কে-ইউ' ব্যান্ডের (k-band).
- স্যাটেলাইটের অরবিটাল অবস্থান হলো ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ।