মতিচুর গ্রন্থের রচয়িতা-

A মীর মশাররফ হোসেন

B রোকেয়া সাখাওয়াত হোসেন

C এয়াকুব আলী চৌধুরী

D ইসমাইল হোসেন সিরাজী

Solution

Correct Answer: Option B

- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
- তাঁকে বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- তার প্রকৃত নাম 'রোকেয়া খাতুন' এবং বৈবাহিকসূত্রে নাম 'রোকেয়া সাখাওয়াত হোসেন'।

প্রবন্ধ গ্রন্থঃ
- "মতিচুর" লেখিকার রচিত প্রথম গ্রন্থ । সৌরজগৎ, ডেলিসিয়া হত্যা, জ্ঞান-ফল, নারী-সৃষ্টি, নার্স নেলী প্রভৃতি রূপকথার গল্প ২য় খণ্ডে রয়েছে। মতিচুর দুই খন্ডে প্রকাশিত হয়।
- অবরোধবাসিনী লেখিকার শ্রেষ্ঠ গ্রন্থ । এটি একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ।
- নারীর অধিকার লেখিকার শেষ রচনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions