একটি চৌব্বাচায় দুইটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিটে এবং ৩০ মিনিটে খালি হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?
A ১২ মিনিট
B ১৫ মিনিট
C ১৮ মিনিট
D ২১ মিনিট
Solution
Correct Answer: Option A
১ম নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার = ১/২০ অংশ
২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার = ১/৩০ অংশ
∴ উভয় নল দ্বারা ১ মিনিটে খালি হয় = (১/২০ + ১/৩০) অংশ
= (৩ + ২)/৬০ অংশ
= ৫/৬০ = ১/১২ অংশ
১/১২ অংশ খালি হয় = ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = (১ × ১২) = ১২ মিনিটে