এই পর্যন্ত স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘের কতটি সম্মেলন হয়-

A ২টি

B ৩টি

C ৪টি

D ৫টি

Solution

Correct Answer: Option D

স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩ ৫-৯ মার্চ ২০২৩ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলন (LDC5) প্রতি দশ বছর অন্তর এ সম্মেলন হয়। এতে সাধারণত আগামী দশ বছরে LDC'র উন্নয়ন ও উত্তরণে কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ শীর্ষ নেতারা অংশ নেন। এ সম্মেলনের শুরু হয় ১৯৮১ সালে । প্রথম দু'বার ফ্রান্সের রাজধানী প্যারিসে, তৃতীয়বার ব্রাসেলসে এবং সর্বশেষ ২০১১ সালে তুরস্কের ইস্তানবুলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের বড় সাফল্য ছিল— শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধার আওতায় ইউরোপের বাজারে Everything But Arms (EBA) সুবিধা তৃতীয় অর্জন। এছাড়া তখন টেকনোলজি ব্যাংকও গঠিত হয়।

অন্য ৪ সম্মেলনঃ 
প্রথম : ১-১৪ সেপ্টেম্বর ১৯৮১ : প্যারিস, ফ্রান্স
দ্বিতীয় : ৩-১৪ সেপ্টেম্বর ১৯৯০ : প্যারিস, ফ্রান্স
তৃতীয় : ১৪-২০ মে ২০০১ : ব্রাসেলস, বেলজিয়াম
চতুর্থ : ৯-১৩ মে ২০১১ : ইস্তানবুল, তুরস্ক

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions