সূর্য সংগ্রাম চলচ্চিত্রের পরিচালক কে?

A আবু সায়ীদ

B খান আতাউর রহমান

C চাষী নজরুল ইসলাম

D আব্দুস সামাদ

Solution

Correct Answer: Option D

-উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন। -প্রথম মুসলিম বাঙ্গালী চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ইসলাম। 
-বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। -উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী (১৯৩১), পরিচালক- অরেন্দ্রনাথ চৌধুরী। 
-বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্ৰ মুখ ও মুখোস (১৯৫৬), পরিচালক আব্দুল জব্বার খান। -মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম প্রামাণ্য চলচ্চিত্র Stop Genocide (জহির রায়হান) । 
-বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান (মোহাম্মদ জহিরুল্লাহ)। 
-মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা ১১ জন (পরিচালক- চাষী নজরুল ইসলাম)। 
-বাংলাদেশে প্রথম চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,১৯৮১ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions